দুর্নীতি দুর্নীতি সয়লাব হচ্ছে দুর্নীতি
কোন জায়গায় নাই নীতি, একারণে দুর্গতি
কোটি কোটি মানুষ মোরা
মানুষ দেখি জোড়া জোড়া
পাইনা শুধু ন্যায়নীতি।
দেশ আছে নাই নীতি
আছে কেবল রাজনীতি।
না আছে শিক্ষানীতি, কৃষিনীতি, শ্রমনীতি,
সদা দেখি স্বজনপ্রীতি ও দলীয়নীতি
নাই কোথাও উন্নতি, আছে শুধু ভোগান্তি।
সুদ ঘুষে ভরপুর
অন্যায় অত্যাচার টইটুম্বুর
শাসক আছে নাই নীতি
চলমান আছে দলনীতি।
জনগণের সরকার, বেশী মোদের দরকার,
দেশের হবে উন্নতি,উচ্ছেদ হবে কুনীতি
দুর্নীতি দুর্নীতি সয়লাব হচ্ছে দুর্নীতি॥
Comments
Post a Comment