"ফাঁকা ফাঁকি"

আর করিস না ফাঁকা ফাঁকি,
এবার হবে তর্কাতর্কি।
তর্কাতর্কি হলো শেষ,
এবার হবে সমাবেশ।
আর হবে না সমাবেশ,
গড়ব এবার নতুন দেশ।
এই দেশেতে, বাস করব
ফাঁকা ফাঁকি কম করব।

Comments