বনহুর ও হাঙ্গেরী কারাগার - দস্যু বনহুর সমগ্র ৭ (105) – রোমেনা আফাজ

বনহুর ও হাঙ্গেরী কারাগার - দস্যু বনহুর সমগ্র ৭ (105) – রোমেনা আফাজ 

সংক্ষিপ্ত বিবরন

দস্যু বনহুরকে গ্রেপ্তার করাই ছিলো তার স্বপ্ন, তার বাসনা, সাধনা। সার্থকও সে হলো কিন্তু এ কী বিস্ময়, দস্যু বনহুর তার পিতা! যে পিতা তার ধ্যানজ্ঞান, তার অন্তরের একনিষ্ঠ এক মহান পুরুষ, তার সেই পিতা দস্যু...না না, সে কথা নূর মুহূর্তের জন্যও ভাবতে পারেনি। তার পিতার মতো সুন্দর মহৎ উদার ব্যক্তি সে জীবনে দ্বিতীয় জন দেখেনি। অথচ যা মিথ্যা নয়, একেবারে আকাশের মত সত্য...নূর বনহুরকে আটক করার পর যখন তার মুখমণ্ডল থেকে আবরণ খুলে ফেলা হলো এবং প্রকাশ পেলো কে এই দস্যু বনহুর— তখন নূর শুধু আশ্চর্যই হয়নি, হয়েছিলো হতভম্ব কিংকর্তব্যবিমূঢ়, ভাষা হারিয়ে ফেলেছিলো সে।




 https://drive.google.com/file/d/1MqLi5-PYqIGcE9mMhk3NEV9g09DaKYO4/view?usp=drive_link

Comments